top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

হাসিনা-রেহানাসহ পরিবারের ১০ এনআইডি স্থগিত

হাসিনা-রেহানাসহ পরিবারের ১০ এনআইডি স্থগিত
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

গত ১৬ ফেব্রুয়ারি এই ১০ জনের পরিচয়পত্র স্থগিত করা হয়। তবে এ তথ্য জানাজানি হয়েছে দুই মাসেরও বেশি সময় পর আজ সোমবার (২১ এপ্রিল)।

শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন—শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তারিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও তাদের মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে। তারিক আহমেদ সিদ্দিক রেহানার দেবর।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশনায় মাস দুয়েক আগে এই এনআইডিগুলো ‘লক’ করা হয়েছে। হুমায়ুন কবীর বর্তমানে এনআইডি নিবন্ধন নিয়ে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।

এর আগে গত ১১ মার্চ শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাব রয়েছে অবরুদ্ধের তালিকায়।

r1 ad
top ad image