পাকিস্তানকে সুপার ওভারে হারাল যুক্তরাষ্ট্র
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন দেখলো বিশ্ব। বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে চমকে দিলো আয়োজক যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ডালাসে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। ৯ রান করেই ফেরেন মোহাম্মদ রিজওয়ান। পরের ওভারেই উসমান খানও ধরেন প্যাভিলিয়নের পথ।
৯৮ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ২৫ বলে ৪০ রান করেন শাদাব খান। ৪৪ রান আসে বাবর আজমের ব্যাটে। শেষ পর্যন্ত শাহীন আফ্রিদির ১৬ বলে ২৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৯ রান।
জবাবে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে সমান ১৫৯ রানই তুলে নেয় ইউএসএ। খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে অ্যারন জোন্স ও হারমিত সিংয়ের সামনে এলোমেলো বোলিং করে ১৮ রান দিয়ে বসেন অভিজ্ঞ মোহাম্মদ আমির। ১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান ১ উইকেটে তুলতে পারে মোটে ১৩ রান।