ছাপা হয়নি প্রথম আলো-ডেইলি স্টার-টিবিএস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, প্রথম আলো ও ডেইলি স্টার ছাপা হয়নি শুক্রবার।

জাতীয় দৈনিক প্রথম আলো এবং দুই ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ছাপা হয়নি। এর মধ্যে ডেইলি স্টারের অনলাইন কার্যক্রমও বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে প্রথম দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে ‘ছাত্র-জনতা’। নিরাপত্তা ইস্যুতে টিবিএসের ছাপাখানাও বন্ধ ছিল। ফলে তিনটি পত্রিকার কোনোটিই শুক্রবার ছাপা হয়নি।

প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকরা রাতেই পত্রিকা ছাপা না হওয়ার তথ্য নিশ্চিত করেন। শুক্রবার সকালে প্রথম আলোর অনলাইন সংস্করণ সীমিত পরিসরে চালু দেখা গেছে।

সকালে প্রথম আলো তাদের অনলাইন সংস্করণে এক বার্তায় বলেছে, ‘বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এর অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে।’

প্রথম আলো বলেছে, ‘পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।’

ডেইলি স্টারের ছাপা বন্ধ হওয়ার পাশাপাশি অনলাইন সংস্করণ পুরোপুরি বন্ধ রয়েছে। সকালে পাঠকদের দেওয়া এক বার্তায় ডেইলি স্টার বলেছে, ‘গতরাতের হামলা-অগ্নিসংযোগের ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা পাঠকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমরা ছাপা ও অনলাইন সংস্করণ চালুর জন্য কাজ করছি। পাঠকদের প্রতি ধৈর্য ধারণের অনুরোধ।’

এদিকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের ফেসবুক পেজে নিজেদের শুক্রবারের ছাপা পত্রিকার প্রথম পাতাটির ছবি শেয়ার করেছে। টিবিএস লিখেছে, নিরাপত্তাজনিত কারণে ছাপাখানা বন্ধ থাকায় আমরা বিজনেস স্ট্যান্ডার্ডের নগর সংস্করণটি ছাপতে পারিনি। এ কারণে এ সংস্করণের প্রথম পাতাটির ছবি পাঠকদের জন্য এখানে প্রকাশ করছি।

এর আগে বৃহস্পতিবার রাতের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে হতাহতের কোনো খবর মেলেনি। ডেইলি স্টার ভবনে আগুন দেওয়ার সময় সেখানকার ২৫-৩০ জন সংবাদ কর্মী ভেতরে আটকা পড়েন। আগুন ও ধোঁয়ার কারণে তারা ছাদে গিয়ে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিস ক্রেন দিয়ে তাদের উদ্ধার করে।

এ হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের সূত্রপাত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর। বৃহস্পতিবার রাত ৯টা ৪৩ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যুর খবর জানায় তার সংগঠন ইনকিলাব মঞ্চ। এরপর বিক্ষুব্ধরা ঢাকার শাহবাগে গিয়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেখান থেকেই দুটি দল মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কারওয়ান বাজার ও ধানমন্ডির দিকে যায়। এসব দলই কারওয়ান বাজার ও ধানমন্ডিতে পৌঁছানোর পর প্রথম আলো-ডেইলি স্টার ও ছায়ানটে হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া রাতভর বিক্ষোভ হয়েছে ঢাকার অন্যান্য স্থানসহ প্রায় সারা দেশেই। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন ভবনের দিকে মিছিল হয়েছে। সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আগুন দেওয়া হয়েছে। রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয় পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

শফিকুল আলম বলেন, ইভারস আইজাবস বৈঠকে জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন ঐতিহাসিক হিসেবে দেখছে। এ কারণেই তারা বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন অনেক দেশেই নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না; কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের বড় বাণিজ্যিক অং

১৬ ঘণ্টা আগে

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ করে নির্দেশনা

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনপূর্ব সময়ে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সেমিনার, সংবর্ধনা, যুবসমাবেশ ইত্যাদির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনী প

১৬ ঘণ্টা আগে

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

চিঠিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের

১৬ ঘণ্টা আগে

স্বেচ্ছাসেবক দলনেতা মুছাব্বির হত্যার কারণ জানাল ডিবি

ডিএমপির ডিবিপ্রধান জানান, ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শ্যুটার জিন্নাত ও মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘ

১৭ ঘণ্টা আগে