top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

নতুন সংগঠনের আত্মপ্রকাশ

নতুন সংগঠনের আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণঅভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার লক্ষ্যে ‘জুলাই সংগ্রাম পরিষদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন আবু বকর সিদ্দীক ও সদস্য সচিব মো. মুনতাসির রহমান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আত্মপ্রকাশের তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই সংগ্রাম পরিষদ’ জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্তের জন্য কাজ করবে এবং প্রজন্মান্তরে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দিবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সংগঠনের আহ্বায়ক আবু বকর সিদ্দীক বলেন, শুধু নিষিদ্ধ করলেই চলবে না, মুজিব ও হাসিনার আদর্শে কোনো রাজনীতি করা যাবে না—এই মর্মে আইন করতে হবে। হাসিনার পতন হলেও আওয়ামী কালচারাল ইন্ডাস্ট্রির পতন হয়নি। ফ্যাসিবাদের সাংস্কৃতিক দোসররা ওত পেতে আছে। বিগত ১৬ বছর অনবরত প্রোপাগান্ডার মাধ্যমে যে দূষিত মতাদর্শ মানুষের মন মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটার ডিটক্সিফিকেশন করতে হবে।

তিনি বলেন, এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সাহসী প্রজন্ম। ৭১ ব্যর্থ হয়েছে, ৯০ ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা ২৪ কে ব্যর্থ হতে দিবো না। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে চব্বিশকে বিজয়ী করার জন্য লড়ে যাবো। এমনকি জুলাইয়ের চেতনাকে পুঁজি করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে আমরা রুখে দিবো। জুলাই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই না, জুলাই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ চায়।

r1 ad
r1 ad
top ad image