দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব রেকর্ড ভারতের
সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। এগিয়ে যাওয়ার ম্যাচে বিশ্বরেকর্ডও গড়েছে দলটি। টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড এখন ভারতের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। তাতেই হয় রেকর্ডটি। সব মিলিয়ে চলতি বছর মোট ৮ বার টি-টোয়েন্টিতে দু’শ বা তার বেশি রান করেছে ভারত। যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম।
এর আগ, এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ছিল ভারতেরই। ২০২৩ সালে এটি করেছিল তারা। যা জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২) এ করা। তাদের এখন টপকে সবচেয়ে বেশি ২০০ রান করার রেকর্ড গড়েছে ভারত।
এমন ম্যাচে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। ১১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলা তিলক ভার্মা।