টি-২০ বিশ্বকাপে সেরার পুরস্কার পেলেন যারা
ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৩ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপের হিসেব ধরলে ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়েছে টিম ইন্ডিয়া। বার্বাডোজে রীতিমতো ঘুরে দাঁড়ানোর গল্প লিখে জয় পেয়েছে তারা।
এই আসর দিয়ে নিজের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের ফাইনালের ম্যাচসেরা বিরাট কোহলি। তার অবসর ঘোষণার ১২০ মিনিট পর অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মাও।
পুরো টুর্নামেন্টে নিজের ছায়া হয়ে থাকা কোহলি হয়েছে ফাইনালের ম্যাচ সেরা। তিনি ফাইনালে এসে খেলেন ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস। ফাইনালের ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাই কোহলির হাতে। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন জাসপ্রিত বুমরাহ।
এক নজরে দেখে নিন টি-২০ বিশ্বকাপের এবারের আসরে কে কোন পুরস্কার জিতলেন:
চ্যাম্পিয়ন: ভারত (২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা)
রানার্সআপ: দক্ষিণ আফ্রিকা (১৫ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা)
টুর্নামেন্ট সেরা: জসপ্রিত বুমরাহ (১৫ উইকেট), ১৭ লাখ ৬২ হাজার টাকা
ফাইনালে ম্যাচ সেরা: বিরাট কোহলি (৭৬ রান), ৫ লাখ ৮৮ হাজার টাকা
স্মার্ট ক্যাচ: সূর্যকুমার যাদব (সাড়ে ৩ লাখ টাকা)
সর্বোচ্চ রান: রহমানউল্লাহ গুরবাজ (২৮১)
সর্বোচ্চ উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদ্বীপ সিং (১৭ উইকেট)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান)
সর্বোচ্চ স্ট্রাইক রেট: শাই হোপ (১৮৭.৭১)
সবচেয়ে বেশি ছক্কা: নিকোলাস পুরান (১৭টি)
সবচেয়ে বেশি ৫০+ স্কোর: রোহিত শর্মা ও গুরবাজ (৩টি)
সেরা বোলিং ফিগার: ফজলহক ফারুকি (৯ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ উগান্ডা)
সেরা ইকোনমি: টিম সাউদি (৩.০০)
সবচেয়ে বেশি ক্যাচ: এইডেন মার্করাম (৮টি)
সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (প্রতিপক্ষ আফগানিস্তান)
সর্বনিম্ন দলীয় সংগ্রহ: ৩৯ উগান্ডা (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)