পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক\n
প্যাট্রিক ডি’রোজারিওর বয়স ৮১ পেরিয়ে গেছে। ফলে তিনি পোপ নির্বাচনের ভোটে অংশ নিতে না পারলে প্রথম ধাপের আলোচনা, যা এরই মধ্যে ভ্যাটিকানে শুরু হয়েছে, সেখানে যোগ দিতে পারতেন। কিন্তু বাধ সেধেছে তার হৃদযন্ত্র।
প্যাট্রিক তার বার্তায় লিখেছেন, মঙ্গলবার থেকে ভ্যাটিকানে শুরু হওয়া কার্ডিনালদের সম্মিলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমার ইচ্ছা ছিল বিদায়ী পূণ্য পিতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে কার্ডিনাল ভাইদের সঙ্গে মিলিত হই। কিন্তু ভ্রমণের জন্য উপযুক্ত নয় আমার হৃদযন্ত্র। আমি তার (পোপ ফ্রান্সিস) এবং অন্যদের সঙ্গে আধ্যাত্মিক যাত্রায় সহগামী হব। একইভাবে আমি সহগামী হব কলেজ অব কার্ডিনালস ও কনক্লেভ সদস্যদের সঙ্গে।
তবে নিজের অসুস্থতার এই সময়েও পোপ ফ্রান্সিসের বার্তা থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন প্যাট্রিক। লিখেছেন, ৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত আমার হৃদযন্ত্রের চিকিৎসার এই সময়ে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত যাত্রায় আমি আছি, যার উদাহরণ তিনি (পোপ ফ্রান্সিস) তৈরি করেছিলেন অসুস্থ অবস্থায় হাসপাতালে গিয়ে এবং আরোগ্যলাভের সময়ে।
বাংলাদেশ সফরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত
পোপ ফ্রান্সিসতে ‘পূণ্য পিতা’ অভিহিত করে তার প্রয়াণের সংবাদ ‘খুবই যন্ত্রণার ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন কার্ডিনাল প্যাট্রিক। তিনি লিখেছেন, প্রভুর প্রজাদের সঙ্গে, আমাদের সঙ্গে যাত্রা তিনি সম্পন্ন করেছেন এবং সেই দায়িত্ব তিনি সম্পন্ন করেছেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন উৎকৃষ্ট ধর্মউপদেশক যিশু খ্রিষ্টের উদাহরণ থেকে, যিনি তার দায়িত্ব সম্পাদন করেছেন, কষ্ট ভোগ করেছেন, মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। পূণ্য পিতা আমাদের সঙ্গে ইস্টার পালন করেছেন এবং প্রস্থান করছেন পুনরুত্থানের পূর্ণতা নিয়ে।
প্যাট্রিক প্রার্থনা করেন, প্রভু, গির্জার জন্য আপনার ইচ্ছা ও পরিকল্পনার প্রকাশ ঘটান। পৃথিবীর এই সংকটময় পরিস্থিতিতে গির্জাকে এমনভাবে পথ দেখান, যেভাবে উপলব্ধি করতে পেরেছিলেন আপনার সেবক পোপ ফ্রান্সিস এবং ইস্টার দিনের বার্তায়ও সেটা জানিয়ে গেছেন।
পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত সোমবার। এরপর মঙ্গলবার থেকেই কার্ডিনালরা কনক্লেভে মিলিত হয়েছেন নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে। এই প্রক্রিয়া চলতে চলতেই শনিবার রয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। সারা বিশ্ব থেকে মানুষ যোগ দেবে সে আয়োজনে, থাকবেন বিশ্বনেতাদের বড় একটি অংশ।