top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

হজ পালন করতে গিয়ে অর্ধশত বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে গিয়ে অর্ধশত বাংলাদেশির মৃত্যু

এ বছর পবিত্র হজ পালন গিয়ে অর্ধশত বাংলাদেশির মৃত্যু হওয়ার তথ্য জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সমিতির তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ৫০ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে, এদের মধ্যে পুরুষ ৩৮ এবং নারী ১২ জন।

মন্ত্রণালয়ের হজ পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে বেশিরভাগই মক্কায় মারা গেছেন বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। মারা যাওয়া ৫০ জনের মধ্যে ২৫ জনের বয়স ৬০ থেকে ৭০ বছর।

এ বছর ১৬ জুন হজ পালিত হয়। বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরব বাংলাদেশের জন্য মোট ১ লাখ ২৭ লাখ হজ কোটা মঞ্জুর করলেও এ বছর হজ করেছেন ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি ।

হজ অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে সরকারি হজ ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৮২ জন এবং বেসরকারি হজ ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন হজ করেছেন।

গত ২১ জুন থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। প্রতিদিনই একাধিক ফ্লাইটে হাজিরা ঢাকা আসছেন।

চলতি বছর প্রায় ১৮ লাখ মুসলিম পবিত্র হজ পালন করেছেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের মধ্যে পবিত্র হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, এবারের মৌসুমে মারা যাওয়া হজযাত্রীদের ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। তাঁরা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন।

মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রতিবছর পবিত্র মক্কায় হজ পালন করতে যান। যেসব মুসলিম আর্থিক ও শারীরিকভাবে সক্ষম, তাঁদের ওপর জীবনে অন্তত একবার পবিত্র হজ পালন ফরজ।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এ বছর পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরম পড়ায় অনেক হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এবার সৌদিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৫১ ডিগ্রি সেলসিয়াসে।

সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সেখানেই দাফন করা হয়।

r1 ad
r1 ad