top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমতে পারে, সিদ্ধান্ত আজ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমতে পারে, সিদ্ধান্ত আজ

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট ২০ দিনের ছুটি আগামী ২ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। ১৩ জুন থেকে এ ছুটি শুরু হয়েছে। তবে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হতে পারে বলে এমন আভাস দিয়েছে শিক্ষা প্রশাসন।

সেই সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (২০ জুন) বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে এ বৈঠকে সিদ্ধান্ত হবে ছুটি কমবে কি না।

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব জানান, আজ শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। পরে মন্ত্রী ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানাবেন। তবে ছুটি সাত দিন কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

শীত ও তীব্র গরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হবে।

r1 ad
r1 ad