top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

রাবি ছাত্রলীগের ১০১ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

রাবি ছাত্রলীগের ১০১ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি-সম্পাদকসহ সংগঠনটির সাবেক ও বর্তমান ১০১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-২২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নগরীর মতিহার থানায় রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আহসান হাবিব বাঁদি হয়ে মামলাটি দায়ের করেন। রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তারা প্রাণনাশের হুমকি দেন। গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের অবৈধ বলপ্রয়োগ, ভয়ভীতি ও হুমকি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলের সামনের কর্মসূচি পালনের জন্য সমবেত হয়।

এজাহারে আরো বলা হয়, ওইদিন বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, হাঁসুয়া, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্প, ফলকাটা চাকু, হাতুড়ি, বটি) নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেন।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছাত্রলীগের ‘ক্যাডার বাহিনী’ শিক্ষার্থীদের ওপর ককটেল বিস্ফোরণ করে আতঙ্কের সৃষ্টি করে। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দ্বারা ফাঁকা গুলি বর্ষণ করে শিক্ষার্থীদের মধ্যে প্রাণনাশের ভীতি সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বাদী মোহাম্মদ আহসান হাবিব বলেন, 'গত ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হল এবং শহিদ হবিবুর রহমান হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রশস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ত্রাস সৃষ্টি করে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমতিক্রমে আমি আজকে উক্ত নৃশংস হামলায় জড়িত রাবি ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করেছি।'

মামলার বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, 'মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

r1 ad
r1 ad
top ad image