top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান রোমাঞ্চকর ম্যাচ মাঠে গড়াল। মোহাম্মদ রিজওয়ান টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। বল হাতে রোহিত শর্মার দল।

বিশ্ব ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ ধরা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। যদিও হরহামেশা এমন লড়াই দেখার ফুরসত মেলে না ক্রিকেটভক্তদের। এমনকি সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি ম্যাচ ঠিক অতটা জমেও না। তবুও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার কমতি নেই।

হার দিয়ে এবারের আসর শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে মোহাম্মদ রিজওয়ানদের। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রোহিত শর্মাদের।

গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান এক পরিবর্তন নিয়ে নামছে। নিউজিল্যান্ড ম্যাচে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গিয়েছেন ফখর জামান। তার পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক ওপেনার ইমাম উল হক।

এ ছাড়া গতকাল দলের অনুুশীলনে না থাকায় বাবর আজমের খেলা নিয়েও একটা গুঞ্জন চলছিল। যদিও বিগ ম্যাচে তার ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। এদিকে, অপরিবর্তিত দল নিয়েই নামছে ভারত।

পাকিস্তানের একাদশ: ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

r1 ad
r1 ad
top ad image