হৃদয়ের শতক, জাকেরের অর্ধশতের প্রতিরোধে ২২৮ রানে\n
৩২ রানে ৩ উইকেট হারিয়ে তখন কিছুটা চাপে ভারত। তবে লোকেশ রাহুলের ক্যাচ ও রান আউটের সুযোগ মিস করে টাইগার ক্রিকেটাররাই সেই চাপ হালকা করে দেন। শেষ পর্যন্ত ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন রাহুল। শুভমান গিলের সঙ্গে ৯৮ বলে ৮৭ রানের জুটি দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে দেয়।
এর আগে টসে জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়েন টাইগার ক্রিকেটাররা। ১ রানে প্রথম আর ২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৩৫ রানেই ৫ উইকেট হারায় টাইগাররা। এরপরই ইতিহাস গড়া ১৫৪ রানের জুটি গড়েন হৃদয়-জাকের।
দুই তরুণের এই জুটি বাংলাদেশের পক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ, চ্যাম্পিয়নস ট্রফিতেও ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ। এ ছাড়া ভারতের বিপক্ষেও এটি ষষ্ঠ উইকেটে যেকোনো দেশের ব্যাটারদের সর্বোচ্চ রানের জুটি। অন্যদিকে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের ব্যাটারদের যেকোনো উইকেটেই সর্বোচ্চ পার্টনারশিপ।
এই জুটি গড়ার পথে জাকের আলী ১১৪ বলে ৬৮ রান করে আউট হন। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। ষষ্ঠ ম্যাচে এটি দ্বিতীয় অর্ধশত। জাকের না পারলেও হৃদয় এ দিন তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১১৪ বলে তিনি এ সেঞ্চুরি পূরণ করেন। শেষ দিকে পায়ে ক্র্যাম্প হওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে খেলতে হয়েছে বেশ কয়েকটি ওভার।
ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ শামি। তিন উইকেট পেয়েছেন হারশিত রানা। দুটি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল।