top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার জাহানারার

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার জাহানারার

বর্তমানে অস্ট্রেলিয়ায় সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন জাহানারা আলম। ক্লাবটির হয়ে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি। তবে জাতীয় দলের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার। অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাহানারা।

জাতীয় দলে খেলার জন্য এখনও মানসিকভাবে প্রস্তুত নন বলে জানান তিনি। তার অনুরোধে বিসিবি তাকে চুক্তি থেকে বাদ দিয়েছে। চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা পাবেন তিনি, তবে মার্চ থেকে তিনি আর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না।

গত ৭ মার্চ বিসিবির নারী বিভাগ থেকে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে, তিনি জানান যে এখনো খেলার মতো অবস্থায় নেই এবং কিছুটা সময় প্রয়োজন। একই সঙ্গে তিনি বিসিবিকে অনুরোধ করেন তাকে চুক্তি থেকে বাদ দিতে।

জাহানারা বলেন, আমি আরও আগেই জানিয়েছিলাম চুক্তিতে না রাখতে। কিছুদিন আগে বিসিবি থেকে মেইল করে জানতে চাওয়া হয়। আমি জানিয়েছি, এখনও জাতীয় দলে খেলার অবস্থা নেই। কিছু সময় লাগবে। আর চুক্তিতে যেন না রাখে সেটাও বলেছি।

r1 ad
r1 ad
top ad image