রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান\n
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে বৈঠকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও আর্থিক সহায়তা সংগ্রহের উপায় খোঁজার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের হাইকমিশনার। রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমার বাহিনীর চলমান লড়াই নিয়েও কথা বলেন।
আলোচনায় উঠে আসে বর্তমান রাখাইনের বিবদমান দুপক্ষের সংঘাতে মানবিক পরিস্থিতি নিয়ে। তারা বলেন, পশ্চিম মিয়ানমার রাষ্ট্রের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার জন্য লড়াইয়ে বিরতি প্রয়োজন। এর ফলে রোহিঙ্গাদের রাখাইনে টেকসই প্রত্যাবাসনের নতুন সুযোগ তৈরি হবে।
ইউএনএইচসিআরের প্রধান শরণার্থী ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের জন্য সর্বজনীন শিক্ষা প্রদানে প্রচেষ্টা জোরদার করা এবং শরণার্থীদের আরও টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের সুযোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের সমর্থনে বাংলাদেশের উদ্যোগ এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে গ্র্যান্ডিকে অবহিত করেন।