top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

আইপিএল ফাইনাল : আজ মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ

আইপিএল ফাইনাল: আজ মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ

আইপিএলের গ্র্যান্ড ফিনালে আজ তৃতীয় শিরোপা জেতার লক্ষ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। চলতি আসরে হায়দ্রাবাদকে দুইবার হারিয়েছে কলকাতা। রোববার চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা।

কলকাতা নাইট রাইডার্সের দুই শিরোপা জয়ের সাথেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০১২ আর ১৪ শাহরুখের দলের অন্যতম কাণ্ডারি ছিলেন সাকিব আল হাসান। কেকেআরের ডেরায় সুনীল নারাইনের উত্থান। শুনতে অবাক হলেও সত্য দলটাকে এক সুতোয় গেঁথেছেন শাহরুখ খান। আসরজুড়ে দ্যুতি ছড়াতে না পারলেও প্রথম কোয়ালিফায়ারে সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্কের বাজিমাত। শাহরুখের অনুপ্রেরণাতেই স্টার্ক তৈরি করেছিলেন উৎসবের রাত।

কলকাতা নাইট রাইডার্সের মাথাব্যথার নাম ট্রাভিষেক। অর্থাৎ ট্রাভিস হেড আর অভিষেক। কেকেআর দ্রুত তুলে নিতে চাইবে দুই ওপেনারের উইকেট। প্রথম কোয়ালিফায়ারে সফল হয়েছিল কলকাতার পরিকল্পনা। এবার কী করবে স্টার্করা?

ব্যাটিং পাওয়ার প্লেকেই টার্গেট করবে কলকাতা। সুনীল নারাইনের সাথে জুটি বাঁধবেন আফগান তারকা রহমানউল্লা। ফাইনালে প্রথম ছয় ওভারে নাইট রাইডার্স দ্রুত ঘুরাতে চাইবে রানের চাকা।

সুপার সানডেতে আইপিএলের ১৭তম আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও কলকাতা। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো দুই ফাইনালিস্ট দলে থাকা খেলোয়াড়দের কারও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হয়নি জায়গা।

r1 ad
r1 ad