বিমান বিধ্বস্তে অন্তত ১৬ জনের মৃত্যু, আহত শতাধিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। ছবি: ফোকাস বাংলা

উত্তরায় বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ দুর্ঘটনায় অন্তত ১৫০ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

অধ্যাপক সায়েদুর বলেন, আহত শিক্ষার্থীদের বেশির ভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বতী সরকারের ছয়জন উপদেষ্টা অধ্যাপক সায়েদুরের সঙ্গে ছিলেন।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে প্রশিক্ষণ বিমানটি। কিছুক্ষণের মধ্যেই সেটি উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড বলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই এতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। ১টা ২২ মিনিটে প্রথম তিনটি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছে।

মাইলস্টোন কলেজের এক শিক্ষক জানিয়েছেন, বিমান বিধ্বস্ত হওয়ার সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল। ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে— এমন সময়ে দুর্ঘটনাটি ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্কুলের বাগানসংলগ্ন একটি ভবনের নীচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের অন্যান্য তলা থেকে শিক্ষার্থীদের বের করে নেওয়া হচ্ছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই: ইসি

ইসি মাছউদ বলেন, তবে দেশের অভ্যন্তরে ব্যবহারের জন্য পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যুক্ত করাসহ কিছু বিষয় বিবেচনার সুযোগ রয়েছে; কিন্তু বিদেশের পোস্টাল ব্যালটের জন্য কোনো পরিবর্তন করা হচ্ছে না।

৬ ঘণ্টা আগে

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে প্রধান উপদেষ্টার ফটোকার্ড শেয়ার

ফটোকার্ডে লেখা, ‘গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন ‘হ্যাঁ’তে সিল দিন।’

৬ ঘণ্টা আগে

নির্বাচনী পরিবেশে ঝুঁকি দেখছে না ইইউ

নির্বাচনের পর, ১৪ ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ইইউ মিশন তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। পরবর্তীতে, প্রয়োজনীয় সুপারিশসহ একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে এবং এটি মিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৬ ঘণ্টা আগে

কুমিল্লায় ৬ বছরের শিশুকে নির্যাতনের পর হত্যা, চাচাতো ভাই আটক

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাসেল খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে বের করে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার চিৎকার থামাতে রাসেল গলা চেপে ধরে তাকে হত্যা করেন।

৬ ঘণ্টা আগে