top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
ব্যারিস্টার সুমন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। ওই থানায় দায়ের করা এক হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে তাকে।

সোমবার দিবাগত মধ্যরাতে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে পল্লবী থানায় রাখা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের ওই থানায় আসামি রাখার মতো জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ও ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

নিজের বাড়তি কোনো সম্পদ নেই উল্লেখ করে ভিডিওতে তিনি বলেন, ‘আমি আপনাদের একটা বলতে চাই, ৫ আগস্টের পরে অনেকেই আমাকে ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন। কিন্তু আমার মনে কখনো সায় দেয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন দুর্নীতি করি নাই, ঢাকা শহরে ১০ বছর ব্যারিস্টার থাকার পরও কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই। একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই। তারপরও আমি কোনো অপরাধ করি নাই। কেন আমি আমার দেশ ছেড়ে যাব?’

ব্যারিস্টার সুমন বলেন, ‘এই দেশেই তো আমার লাশ আসবে, এখানেই আমার কবর হবে— এটাই আমার বিশ্বাস। সুতরাং এই দেশ ছাড়ার কোনোদিন আমার ইচ্ছা হয় নাই। আমার কাছে মনে হয়েছে, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে, যেহেতু আমি আইনজীবী, তাই আইনজীবী হিসেবে মোকাবিলা করব। এই সৎ সাহস আমার আছে। আর যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতিও আমার বিশ্বাস আছে।’

r1 ad
r1 ad