‘আইপিএলের সময়ে’ মোস্তাফিজ খেলবেন পিএসএলে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০১: ৫২
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আইপিএল থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানের। টুর্নামেন্টটির আসন্ন ১১তম আসরে তালিকাভুক্ত হয়েছেন তিনি।

এবারের আইপিএল শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে, এদিনই শুরু হবে পিএসএলও। ৮ দল নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টটি শেষ হবে ৩ মে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।

পোস্টে বাংলাদেশ জাতীয় দলের পেসারকে স্বাগত জানানো হয়েছে। বলা হয়েছে, ‘ব্যাটসম্যানরা সাবধান, নতুন যুগ ফিজের জন্য অপেক্ষা করছে, এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।’

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিএসএল এবারের আসরের জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন কার্যক্রম চলছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। সেই তালিকায় নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমানও।

জানা গেছে, পিএসএল ১১-এর জন্য এখন পর্যন্ত প্রায় ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেনসহ আরও কয়েকজন।

মোস্তাফিজ এর আগে পিএসএল খেলেছেন একবার—সেটি ২০১৮ সালে। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ৭ বছর পর মোস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএলে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনেই মোস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা কর্তৃপক্ষ।

এই ঘটনার জেরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এই সিদ্ধান্তে বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিপিএল থেকে বাদ ভারতের উপস্থাপক রিধিমা পাঠক

এর আগে একাধিক বিদেশি সঞ্চালকের সঙ্গে বিপিএলের জন্য চুক্তি করেছিল বিসিবি। পাকিস্তানের উপস্থাপক জয়নব আব্বাস বিপিএলের শুরু থেকে সঞ্চালনাও করে চলেছেন। রিধিমা পাঠকেরও শিগগিরই বাংলাদেশে আসার কথা ছিল। বিসিবির নতুন সিদ্ধান্তের কারণে বাংলাদেশ সফর শুরুর আগেই রিধিমার বিপিএল অধ্যায়ের সমাপ্তি ঘটল।

৩ দিন আগে

সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তাবেও ভারতে খেলতে নারাজ টাইগাররা

৩ দিন আগে

বিপিএল-লা লিগা লাইভ দেখাচ্ছে ‘আকাশ গো’, থাকছে ওয়েব সিরিজও

শুধু তাই নয়, হটস্টার স্পেশালস, জিওসিনেমা ও জি-সহ অন্যান্য জনপ্রিয় সব প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখার সুযোগ করে দিয়েছে আকাশ গো। এ অ্যাপের সাবস্ক্রিপশনও এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

৩ দিন আগে

আইসিসি আলোচনায় ডাকবে: বিসিবি সভাপতি

আমিনুল ইসলাম বুলবুল বলেন, তারা (আইসিসি) আমাদেরকে মিটিং করার জন্য বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা প্রকাশ করব। তবে যে ইমেইল আমরা পাঠিয়েছি, এর জবাবের ওপর নির্ভর করবে আমরা পরবর্তী কী পদক্ষেপ নেব।

৪ দিন আগে