আরিয়ানের প্রতিরোধে কোনোমতে ১০০ পেরোল নেদারল্যান্ডস

সিলেট প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩১
ডাচ ব্যাটারের উইকেট নিয়ে নাসুমের উল্লাস। ছবি: বিসিবি

আগের ম্যাচের মতোই টসে জিতে বোলিং নিয়েছিলেন লিটন দাস। ফলাফল পেতে দেরি হয়নি। বরং নেদারল্যান্ডসের ব্যাটারদের আগের দিনের চেয়েও বেশি করে চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা। ৬১ রানে ষষ্ঠ আর ৬৫ রানে সপ্তম উইকেটের পতনের পর নেদারল্যান্ডসের ইনিংস শতরানের থেকে কম রানে পিছিয়ে শেষ হয়, সেই হিসাব কষছিলেন সমর্থকরা।

শেষ দিকে ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিয়ান দত্তের প্রতিরোধে সে হিসাব মেলেনি। তোর ২৪ বলে ৩০ রানের ক্যামিওতে কোনোমতে ডাচরা পার করেছে শত রানের গণ্ডি। তারপর অবশ্য এগোতে পারেনি ইনিংস, থেমেছে ১৭ ওভার ৩ বলে ১০৩ রানে।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হয় দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে অনায়াস জয়ে এগিয়ে থাকা টাইগাররা এখন ১০৪ রান তুলতে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে ফেলবে।

এর মধ্যে অবশ্য ব্যাটিংয়ে নেমে জয়ের পথে অনেকটা এগিয়েও গেছে টাইগাররা। প্রথম ৫ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩৬ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৬৮ রান, বল হাতে রয়েছে ৮৪টি।

ব্যাটিং ইনিংসে শেখ মেহেদি হাসান ও তাসকিন আহমেদের প্রথম দুই ওভার দেখেশুনেই খেলেন দুই ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউড ও বিক্রমজিৎ সিং। তৃতীয় ওভারে নাসুম আহমেদ বোলিংয়ে আসতেই বাজিমাত। টানা দুই বলে তুলে নেন ম্যাক্স আর ওয়ান ডাউনে নামা তেজা নিদামানুরুকে।

এরপর আরেক ওপেনার বিক্রমজিতের সঙ্গে যোগ দেন ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস, গড়ে তোলেন ১৮ বলে ২৩ রানের জুটি। ষষ্ঠ ওভারে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে বিক্রমজিতের উইকেট তুলে নিয়ে সে জুটি ভাঙেন তাসকিন।

পঞ্চম ব্যাটার শারিজ আহমেদ আর স্কটের ১৮ বলে ১৮ রানের ছোট আরেকটি জুটি হয় এ সময়। নবম ওভারে প্রথমবার বোলিং এসে সে জুটি ভেঙে দেন মুস্তাফিজুর রহমান, তুলে নেন স্কটের উইকেট। দলের রান তখন ৫৫। এরপর ১০ রানের মধ্যেই ডাচরা হারায় আরও তিনটি উইকেট।

দশম ওভারে রান আউট হয়ে যান নোয়াহ কোরস। পরের বলেই তানজিম সাকিব তুলে নেন শারিজ আহমেদের উইকেট। একাদশ ওভারে মুস্তাফিজ তুলে নেন সিকান্দার জুলফিকারের উইকেট। ৬৫ রানে ৭ উইকেট হারিয়ে ডাচরা তখন ধুঁকছে।

১৪তম ওভারে তাসকিন তুলে নেন কাইল ক্লেইনকে, ৭৮ রানে অষ্টম উইকেট হারায় ডাচরা। পরের ওভারেই পল ফন মিকেরেনকে বোল্ড করেন নাসুম। ৮১ রানে নবম উইকেটের পতন ঘটে ডাচ ইনিংসের।

সেখান থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়ান আরিয়ান দত্ত। দেখেশুনে খেলে তিন বাউন্ডারি আর এক ছক্কায় ২৪ বলে ৩০ রান করে অষ্টাদশ ওভারের তৃতীয় বলে আউট হন শেখ মেহেদির স্পিনে পরাস্ত হয়ে। ডাচদের ইনিংস শেষ হয় ১০৩ রানে।

আরিয়ানই শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় সর্বোচ্চ বিক্রমজিৎ করেছেন ১৭ বলে ২৪, ১৭ বলে ১২ রান করেছেন শারিজ। আর কোনো ডাচ ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

বোলিংয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল নাসুম আহমেদ। ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও মুস্তাফিজ। একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন তানজিম সাকিব ও শেখ মেহেদি।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফিজের নতুন রেকর্ড, এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায়

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দামের এর আগের রেকর্ডটিও মুস্তাফিজেরই দখলে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে খেলেছিলেন তিনি।

৯ দিন আগে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

নেপালের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে ২৫.১ ওভার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন জাওয়াদ। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও তিনি।

১১ দিন আগে

নারী ক্রিকেট লীগ শুরু কাল

ইস্ট জোন : ফাহিমা খাতুন (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন অর্থি, মুমতাহেনা হাসনাত সিনথিয়া, সুমি আক্তার।

১১ দিন আগে

বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের

বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে পর্দা নেমেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। শনিবার ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই জমকালো প্রতিযোগিতা।

১১ দিন আগে