বাংলাদেশ-ভারত বিশ্বকাপ জটিলতা: ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি

ক্রীড়া ডেস্ক

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে আইসিসি। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিসিবি। এমন অবস্থায় সমস্যা সমাধানে আলোচনা করতে ১৭ জানুয়ারি বাংলাদেশে আসছেন আইসিসির এক প্রতিনিধি। বিসিবির পাশাপাশি বৈঠকে থাকতে পারেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা।

আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ এনে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া। জনগণের তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয় কলকাতা। এমন পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। জবাব পাওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং প্রতিবেদনের লিংকসহ দ্বিতীয় দফায় আইসিসিকে চিঠি দেন আমিনুল ইসলাম বুলবুলরা। সমস্যা নিরসনে কদিন আগে ভিডিও কনফারেন্সে বিসিবির সঙ্গে বৈঠকও করেছে আইসিসি।

যেখানে বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়। বাংলাদেশ পুরনো অবস্থান থেকে সরে না আসায় বাধ্য হয়ে ঢাকায় আসতে হচ্ছে আইসিসির প্রতিনিধি দলকে। শনিবার বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসবেন তারা।

মিরপুরে বিসিবির কার্যালয়ে আইসিসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধি। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। এ প্রসঙ্গে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা তাদের সঙ্গে বসতে অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আশা করছি সমস্যা সমাধান করতে পারব।’

আইসিসির নিরাপত্তা দলের চিঠির বরাতে কদিন আগে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’ যদিও বিসিবি পরবর্তীতে নিশ্চিত করে এটা ভেন্যু পরিবর্তন ইস্যুতে আইসিসির কোন চিঠি নয়।

বরং এটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ঝুঁকি মূল‍্যায়ন নিয়ে একটি অভ‍্যন্তরীণ নোট। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশকে কয়েকটি ভেন্যুর কথা জানায় যেখানে তাদের মাঝারি ধরনের ঝুঁকি আছে। আবার কিছু ভেন্যুতে ঝুঁকির সম্ভাবনা শূন্য। তাদের দাবি, আইসিসির মূল্যায়ন মানদণ্ড অনুযায়ী ভেন্যু পরিবর্তনের জন্য যথেষ্ট নয়।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টসের পর হাত মেলাননি বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা। কিন্তু টসের পর দুই দলের খেলোয়াড় হাত মেলাননি। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে একে অপরকে এড়িয়ে গেছেন।

১৩ ঘণ্টা আগে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : কাল মাঠে নামছে বাংলাদেশ

আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার সিক্স থেকে বিদায় নেয় বাংলাদেশ।

১ দিন আগে

ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার, নতুন সূচিতে মাঠে গড়াচ্ছে বিপিএল

বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিপিএলের ঢাকা পর্বের ম্যাচগুলো সরাসরি পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের স্থগিত দুই ম্যাচ হচ্ছে আজ শুক্রবার। শুক্রবারের ম্যাচ দুটি হবে শনিবার। একইভাবে শনিবারের দুটি ম্যাচ রোববার খেলবেন ক্রিকেটাররা।

২ দিন আগে

ক্রিকেটারদের বয়কটে বিপিএল বন্ধ, মাঠে ভাঙচুর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে থমকে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি।

২ দিন আগে