পাওয়ারপ্লেতে মাত্র ২৭, অর্ধেক ইনিংস শেষে পাকিস্তান ৪৬/৪

ক্রীড়া ডেস্ক
উইকেট শিকারের উচ্ছ্বাস রিশাদ হোসেনের। এখন পর্যন্ত ২ ওভারে দুটি উইকেট নিয়েছেন তিনি। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। টসে জিতে বোলিং নিয়ে শুরু থেকেই রানের চাকা আটকে রাখার পাশাপাশি উইকেটও তুলে নিচ্ছেন টাইগার বোলাররা।

চাপের মুখে পাওয়ারপ্লের ৬ ওভারে পাকিস্তান সংগ্রহ করতে পারে মাত্র ২৭ রান। ইনিংসের ঠিক অর্ধেক, অর্থাৎ ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ৪৬ রান। পাওয়ারপ্লেতে আর এর পরে দুটি করে উইকেট হারিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে। টুর্নামেন্টের সমীকরণ এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে— এ ম্যাচে যে দল জিতবে সেই দলই এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

বাংলাদেশের পক্ষে বোলিং ইনিংস শুরু করেন পেসার তাসকিন আহমেদ। চতুর্থ বলেই তিনি ইনফর্ম পাকিস্তানি ওপেনার সাহেবজাদা ফারহানকে প্যাভিলিয়নে ফেরান। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে পাকিস্তানের ভুগতে থাকা টাপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুবের উইকেট তুলে নেন শেখ মেহেদি হাসান।

শুরুর এক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ফখর জামান ও ক্যাপ্টেন সালমান আগা। তবে পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ২৭ রান তুলতে পারেন তারা।

পাওয়ারপ্লে শেষ হলে বল পান রিশাদ। তৃতীয় বলেই তুলে নেন ফখরের উইকেট। দলীয় নবম ও নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে ফিরে তুলে নেন হুসেইন তালাতের উইকেট। সব মিলিয়ে ১০ ওভারে পাকিস্তানের রান দাঁড়িয়েছে ৪ উইকেটে ৪৬।

এখন পর্যন্ত ২ ওভার বল করে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন লেগি রিশাদ হোসেন। ২ ওভারে ৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তাসকিন, ৩ ওভারে ১৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মেহেদি। তানজিম সাকিব আর মোস্তাফিজুর রহমান ১ ওভার করে বল করেছেন, দুজনেই রান দিয়েছেন ৬ করে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফিজের নতুন রেকর্ড, এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায়

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দামের এর আগের রেকর্ডটিও মুস্তাফিজেরই দখলে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে খেলেছিলেন তিনি।

৮ দিন আগে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

নেপালের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে ২৫.১ ওভার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন জাওয়াদ। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও তিনি।

৯ দিন আগে

নারী ক্রিকেট লীগ শুরু কাল

ইস্ট জোন : ফাহিমা খাতুন (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন অর্থি, মুমতাহেনা হাসনাত সিনথিয়া, সুমি আক্তার।

১০ দিন আগে

বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের

বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে পর্দা নেমেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। শনিবার ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই জমকালো প্রতিযোগিতা।

১০ দিন আগে