সিরিজ নির্ধারণী ম্যাচে উইন্ডিজকে ২৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৭: ২০

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে সাইফ হাসান ও সৌম্য সরকারের দারুণ জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় দুপুর ১:৩০ মিনিটে। এদিন টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের হয়ে এদিন ব্যাট হাতে ইনিংস শুরু করেন সাইফ হাসান ও সৌম্য সরকার। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পেয়ে যায় টাইগাররা। তাদের দারুণ ব্যাটিংয়ে বড় রানের পথেই ছিল বাংলাদেশ।

মিরপুরের মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচে যেখানে রান পাওয়া ছিল কষ্টকর, সেখানে আজকের ম্যাচে ইনিংসের প্রথম ১০ ওভারেই চলে আসে ৭৪ রান। পাওয়ার প্লে শেষ হলেও আরও মারকুটে স্বভাবে ব্যাট চালাতে থাকে দুই টাইগার ওপেনার।

তাদের মারকুটে ব্যাটিংয়ের সুবাধে দুজনেই পেয়ে যায় ফিফটির দেখা, ফিফটি পাওয়ার পর সেঞ্চুরির পথেই ছিলেন দুই ব্যাটার। দলীয় ১৭৬ রানের মাথায় ব্যাক্তিগত ৮০ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরে সাইফ হাসান।

সাইফ ফেরার কিছুক্ষণ পর দলীয় ১৮১ রানের মাথায় ব্যাক্তিগত ৯১ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে সীমানায় ধরা পড়েন আরেক ওপেনার সৌম্য সরকার।

একটা সময় ইনিংসের ২২ ওভারে বাংলাদেশের রান ছিল কোনো উইকেট না হারিয়ে ১৬০ রান, তখন মনে হয়েছিল বাংলাদেশর রান সহজেই পেড়িয়ে যাবে ৩৫০ এর উপরে। কিন্তু না, তা হলো না।

দুই ওপেনারের বিদায়ে নিজেদের পুরোনো স্বভাবে ফিরে আসে বাংলাদেশ। স্কোরবোর্ডে বাংলাদেশের রান যখন ২৬১, তখন সাজঘরে চলে গেছে ৭ ব্যাটার এবং ওভার সংখ্যা ৪৬।

শেষদিকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে টাইগাররা।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৭২ বলে ৮০ রান করেন সাইফ হাসান, ৮৬ বলে ৯১ রান করেন সৌম্য সরকার, ৫৫ বলে ৪৪ রান করেন নাজমুল হোসেন শান্ত।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

২৬ ডিসেম্বর থেকে শুরু বিপিএল

সিলেট থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। তবে প্রতি শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

৫ দিন আগে

বোলারদের নৈপুণ্যে ১১৭ রানে অলআউট আয়ারল্যান্ড

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে ১১৭ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ফলে সিরিজ জিততে টাইগারদের করতে হবে ১১৮ রান। রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান দু’জনেই তিনটি করে উইকেট নেন এদিন।

৫ দিন আগে

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৪ উইকেটে জয়

০ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড থেমেছে ১৭০ রানে। বাংলাদেশের পক্ষে শেখ মাহেদি ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন।

৮ দিন আগে

আইরিশদের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ

ফলাফল যা হওয়ার তাই। প্রথম ওভারে তানজিদকে দিয়ে শুরু। এরপর পাওয়ার প্লে যখন শেষ হলো, দলের স্কোর ৪ উইকেটে ২০। তানজিদের পর একে একে সাজঘরে ফিরেছেন লিটন দাস, পারভেজ ইমন, সাইফ হাসান।

৮ দিন আগে