top ad image
top ad image
home iconarrow iconছাত্র রাজনীতি

প্রধানমন্ত্রীকে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন ছাত্রলীগ নেত্রী

প্রধানমন্ত্রীকে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন ছাত্রলীগ নেত্রী

কোটা সংস্কার আন্দোলনের সময় নির্যাতনের শিকার ছাত্রলীগের নেত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এ সময় তারা নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

সোমবার (২৯ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীরা।

ফোকাস বাংলা থেকে পাঠানো ছবিতে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় নির্যাতনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় মুষড়ে পড়েছেন একজন নেত্রী। এ সময় তাকে সান্ত্বনা দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

প্রসঙ্গত, কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনার পর গত ১৭ জুলাই আন্দোলনকারী ছাত্রীদের তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেত্রীরা। তাদের অবরুদ্ধ করে মারধরও করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের সহযোগিতায় ১০ নেত্রীকে হল থেকে বের করে নেওয়া হয়।

এছাড়াও ইডেন কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালান ছাত্রলীগের নেত্রীরা।

জানা যায়, ১৬ জুলাই গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালান রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

r1 ad
r1 ad
top ad image