top ad image
top ad image
home iconarrow iconছাত্র রাজনীতি

রাতে জাবি উপাচার্যের বাসভবন চত্বরে শিক্ষার্থীদের মারধর

রাতে জাবি উপাচার্যের বাসভবন চত্বরে শিক্ষার্থীদের মারধর
বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের বিতাড়িত করে। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সোমবার দিবাগত রাতে সহিংস হামলা চালিয়েছে ছাত্রলীগ। বহিরাগতদের নিয়ে দুই দফায় হামলা চালায় তারা। পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এর আগে ছাত্রলীগের হামলার শঙ্কায় উপাচার্যের বাসভবনে আশ্রয় নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হতে হয় তাদের। পরে বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী এসে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, রাত ১২টার পরপর তিন শতাধিক কর্মী ও বহিরাগতদের নিয়ে প্রথম হামলা চালায় ছাত্রলীগ। হেলমেট পরে ধারালো অস্ত্র নিয়ে আসে তারা। হামলাকারীরা তাদের দিকে পেট্রোল বোমা ছুড়তে থাকলে নিরাপত্তার আশায় উপাচার্যের বাসভবনের ভেতরে অবস্থান নেন তারা। সেখানে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে পুলিশ এলে উপাচার্যের বাসভবনের সামনে থেকে রাস্তায় সরে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত পৌনে ১টার দিকে বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা। তখন উপাচার্য বাসভবনে থাকা সত্ত্বেও লাইট ভাঙচুর করে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

বিভিন্ন হল থেকে ৫ শতাধিক শিক্ষার্থী রাত সোয়া ২টার দিকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের ধাওয়া করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়।

পরে রাত সাড়ে ৮টার দিকে হামলার বিচার ও অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা।

r1 ad
r1 ad
top ad image