top ad image
top ad image
home iconarrow iconছাত্র রাজনীতি

রাজশাহীতে ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৫

রাজশাহীতে ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৫

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বের করা ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে নগরীর সোনাদীঘি মোড় এলাকায় পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টার দিকে নগরীর সোনাদীঘি মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছাত্রদল কর্মীদের লক্ষ্য করে টিয়ারসেল ও শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে নগরীর মালোপাড়া, জিরোপয়েন্ট, বাটার মোড়, গণকপাড়া ও রাণীবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় দোকানপাট বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ বিভিন্ন অলিগলিতে অভিযান চালিয়ে মহানগর ছাত্রদল নেতা ডিকোসহ ৫ জনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার অন্যদের নাম ও পরিচয় জানা যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অনুমতি ছাড়া ছাত্রদল নেতার্মীরা কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে। তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ছুঁড়ে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৫ জনকে আটকও করা হয়েছে।

r1 ad
r1 ad
top ad image