জাবিতে কোনো কমিটি নেই, দাবি ছাত্রদলের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কমিটি নেই বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত নৃশংস হত্যার বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন কি বহুল প্রচারিত কিছু দৈনিক পত্রিকায়ও এ সম্পর্কে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৫/১১/২০২১ সাল থেকে কোনো কমিটি নেই এবং বিশ্ববিদ্যালয়ে কার্যক্রমও নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুতরাং ফ্যাসিস্টদের পতনের পর কেউ যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কোন ধরনের অপরাধ কর্মকাণ্ড করে তার দায়ভার জাতীয়তাবাদী ছাত্রদল নিবে না। প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোন অঙ্গসংগঠনের বর্তমান পদধারী একজন নেতাকর্মীও উক্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত ছিলো না এবং কোন যোগসাজশও ছিলো না।
‘জাতীয়তাবাদী ছাত্রদল বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ থেকে শুরু করে সকল ধরনের বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে করে আসছে। ছাত্রদল যেকোনো প্রকার বিচারবহির্ভূত হত্যাকে অসমর্থন করে এবং একইসাথে ছাত্রদল বিশ্বাস করে অপরাধ যত গুরুতর কিংবা অপরাধী যতটা ঘৃণিতই হোক না কেন অভিযুক্তকে আইনের হাতে সোপর্দ করে ন্যায়বিচারের পথ প্রশস্ত করা-ই দেশের প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য’ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে এই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব খুনির গ্রেফতার দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে ছাত্রদলের বিষয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার এবং গণমাধ্যমকে প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই বাছাইয়ের অনুরোধ জানান তারা।