জামায়াত নেতা আজহারের মুক্তিতে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২২: ১৫
জামায়াত নেতা এ টি এম আজহারুলের খালাসের রায়ের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থি সংগঠনগুুলো। ছবি: রাজনীতি ডটকম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামী নেতা এ টি এম আজহারুল ইসলামকে আপিল বিভাগ খালাস দেওয়ার রায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ অন্যান্য বাম সংগঠন।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টার দিকে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কলাভবন, আইবিএ হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে পৌঁছান। পরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে ‘ইন্টেরিম সরকার গণহত্যার পাহারাদার’, ‘একাত্তরের শত্রু যারা বাংলাদেশের শত্রু তারা’, ‘হাসিনা-আজাহার একাত্তরের গাদ্দার’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, আজ গণঅভ্যুত্থানের ১০ মাস পর দেখতে পেলাম, একাত্তরের সাজাপ্রাপ্ত আলবদর কমান্ডার আজহার বেকসুর খালাস পেল। রক্তের ওপর দাঁড়ানো এই সরকার আমাদের সঙ্গে বেইমানি করছে। এই সরকারের আমলে একের পর এক মব জাস্টিস ও সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছে। এখন একাত্তরের গণহত্যাকরীদেরও মুক্তি দেওয়া হচ্ছে।

শিমুল কুম্ভকার আরও বলেন, একাত্তরে যারা পাকিস্তানের শোষকগোষ্ঠীর দালালি করেছে, বাংলাদেশের সঙ্গে বিরোধিতা করেছে, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, একজন মানবতাবিরোধী ও গণহত্যাকারীর সঙ্গে আপস করা যাবে না। করলে আপনাদের অবস্থাও পতিত শেখ হাসিনার মতোই হবে।

Students-Union-And-Front-Protest-Verdict-Of-ATM-Azharul-02-Photo-27-05-2025

জামায়াত নেতা আজহারুলকে খালাস দেওয়ার প্রতিবাদে বামপন্থি সংগঠনগুলো মঙ্গলবার বিকেলে মিছিলের পর বিক্ষোভ সমাবেশ করে রাজু ভাস্কর্যের পাদদেশে। ছবি: রাজনীতি ডটকম

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, আজ ভায়নক ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। যে ব্যক্তি রংপুরে আলবদর বাহিনীর কমান্ডার ছিল, যার শরীরে রক্তের দাগ রয়েছে, সেই আলবদর আজাহারকে আজ মুক্তি দেওয়া হয়েছে। যে স্বাধীন বিচার বিভাগ ছিল আমাদের স্বপ্ন, সেই আকাঙ্ক্ষায় শেষ পেরেক মেরে দিয়েছে এই অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জাবির বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিল জুলাই-আগস্টের হত্যাকরীদের বিচার করা। তা আপনারা করেননি। এদিকে আবার একাত্তরের দালালদের মুক্তি দেওয়া হচ্ছে এবং তা দেখে আইন উপদেষ্টা উচ্ছ্বাস প্রকাশ করছেন! আমরা দেখতে পাচ্ছি, আপনারা এই গণঅভ্যুত্থানকে জামাতের কোলে তুলে দিচ্ছেন। আমরা একাত্তর ভুলি নাই। তাই আমরা একাত্তরের বিরোধিতাকরীদের বিচারের জন্য বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবো।

ad
ad

ছাত্র রাজনীতি থেকে আরও পড়ুন

৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় শাহবাগে কর্মসূচি স্থগিত ও এই হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দৃশ্যমান অগ্রগতির দাবি জানান।

৭ দিন আগে

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

৭ দিন আগে

ঢাবি উপাচার্য ভবনের সামনে অনশনে বিন ইয়ামিন মোল্লা

অনশন চলাকালে রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দেখা করতে যান ইয়ামিনের সঙ্গে। ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান আগামী দুদিন বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় অনশন দ্যদিনের জন্য স্থগিত করার আহ্বান জানান তিনি।

৭ দিন আগে

জকসু নির্বাচনের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

ছাত্র ফ্রন্টের জবি শাখার আহ্বায়ক ইভান তাহসিফ বলেন, আরেকটা ছাত্রলীগ যেন না জন্মাতে পারে, সেজন্য জকসুর কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের অধিকারের কথা বলবেন এবং ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বেন।

৮ দিন আগে