মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসছেন নেতা-কর্মীরা\n
শুক্রবার বেলা গড়াতেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে জড়ো হচ্ছে ছাত্র-জনতা। মিছিল নিয়ে তারা যোগ দিচ্ছেন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে। ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন সমাবেশে। সিরাজগঞ্জ, রংপুরসহ বিভিন্ন জেলা থেকে বাসে করে এসেছেন তারা।
দেশের প্রান্তিক এলাকা থেকে অনেক প্রবীণও এসেছেন তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সময়টি প্রত্যক্ষ করতে। তারা বলছেন, স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিবিদরা প্রত্যাশা অনুযায়ী জনগণকে কিছু দিতে পারেননি। বরং তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, যার খেসারত দিতে হয়েছে দেশ ও দেশের সাধারণ মানুষকে। তরুণরা সেসব ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে দেশ ও সাধারণ মানুষের জন্য রাজনীতি করবে— এমন প্রত্যাশা তাদের।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করছে শুক্রবার।
সমাবেশস্থলে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবীদের। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস।
নতুন দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে ৩৬ রাজনৈতিক দলের নেতা ছাড়াও ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যকেও।
তথ্য বলছে, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদের নাম চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে দলের শীর্ষ দুই পদ আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহর নামও চূড়ান্ত। মুখ্য সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে থাকছেন আব্দুল হান্নান মাসউদ।