top ad image
top ad image
home iconarrow iconদৃশ্যমান

পাট খেতের রাসেলস ভাইপার পুঁতে দিল গ্রামবাসী

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী এলাকার ঘাড় কাটি মাঠে বিষধর রাসেলস ভাইপারের দেখামিলেছে বলে স্থানীয়দের দাবি।

তারা সঙ্গে সঙ্গে সাপটি মেরে ফেলেছে।

উপজেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে রাসেলস ভাইপার আতঙ্ক দেখা দিয়েছে।

যদিও সরকারের পক্ষ থেকে সাপ না মারতে অনুরোধ জানানো হয়েছে। সাপটি রাসেলসভাইপার ছিল কিনা তা নিশ্চিত করেনি সরকারের কোনও কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, উপজেলার সীমান্তবর্তী এলাকায় এর আগেও একাধিক রাসেলস ভাইপারেরদেখা মিলেছে।

তবে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে নেই এন্টি ভেনোম। এটি না থাকায় বিরূপ প্রতি‌ক্রিয়া দেখাদিয়েছে স্থানীয়দের মধ্যে।

বুধবার বেলা সাড়ে দশটার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের চ্যাংখালী ঘাড়-কাটি মাঠেমোবারক তরফদার ও তার ভাইপো আতর আলী তরফদার পাট নিড়ানির কাজ শেষে বিশ্রামেরজন্য জমির আইলে খেজুর গাছের কাছে বসেন।

আইলের পাশে সাপটির দেখা মেলে। পরে সাপটিকে মেরে ফেলেন স্থানীয়রা।

বেশ কয়েকদিন ধরে উপজেলার সীমান্তবর্তী মেদিনীপুর, বেনীপুরসহ এলাকায় বসবাস করামানুষ সাপের আতঙ্কে রয়েছেন।

স্থানীয়দের দাবি, এর আগেও বিষধর রাসেলস ভাইপারের দেখা মিলছে।

জীবননগর বন বিভাগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পর আমরাঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা সাপটি মেরে মাটিতে পুঁতে ফেলেছে।

তাই সচক্ষে না দেখে নিশ্চিত করতে পারছি না। তবে স্থানীয়রা বলছেন, ওটা রাসেলস ভাইপার।

জীবননগর উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা অফিসার সাফাউল্লাহ নেওয়াজ জানান, হাসপাতালে এখন এন্টিভেনম নেই। অনেক দিন আগে চাহিদা দেওয়া হয়েছিলো। আমাদেরপ্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। শিগগিরই হাতে পাবো বলে আশা করছি।

ভিডিও প্রতিবেদন: রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

r1 ad
r1 ad