top ad image
top ad image
home iconarrow iconদৃশ্যমান

আলোচনায় বাংলাদেশ-ভারত ট্রেন যোগাযোগ

নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের ট্রেন যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ সহজ ও উন্নত করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ।

ভৌগোলিক অবস্থানের কারণে এ সুযোগ নিতে যাচ্ছে প্রতিবেশী দেশটি। তারা এমন সুযোগ পেলে বাংলাদেশ কি লাভবান হবে— তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

সমঝোতা স্মারকে রয়েছে- রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন একটি আন্তর্দেশীয় ট্রেন-সার্ভিস চালু করা এবং বাংলাদেশে ভারতের রেল-ট্রানজিট।

এর আগে বাংলাদেশের ভেতর দিয়ে একগুচ্ছ রেলপথ তৈরির পরিকল্পনা করে ভারত।

নতুন রেলপথগুলো বাংলাদেশ ছাড়াও নেপালকে যুক্ত করবে। এ পরিকল্পনায় বাংলাদেশের ভেতরে থাকবে ৮৬১ কিলোমিটার রেলপথ।

বাংলাদেশ রেলওয়ের পথ ব্যবহার করে গেদে-দর্শনা দিয়ে হলদিবাড়ি-চিলাহাটি ক্রস-বর্ডার ইন্টারচেঞ্জ পয়েন্ট পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেনের ট্রায়াল চালানো হবে। আগামী জুলাই মাসের কোনো এক সময়ে এটি হতে পারে। এটি ভুটানের সঙ্গে উপ-আঞ্চলিক সংযোগে সহায়তা করবে।

এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট আসনের লোকসভা সাংসদ জগন্নাথ সরকার দুই দেশের অবস্থান ব্যাখ্যা করেছেন #বাংলাদেশ #রাজনীতি #awamileague #ঢাকা #বিএনপি #ভারত #দর্শনা #রেলপথ#মোদি #হাসিনা #বাংলাদেশ-ভারত

ভিডিও প্রতিবেদন: রেজাউল করিম লিটন

r1 ad
r1 ad