নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নির্দেশ ট্রাম্পের!

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

উত্তরপশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ওপর আক্রমণের জের ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। আইসের বিরুদ্ধে এ হামলাকে নাইজেরিয়া সরকারও স্বাগত জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তরপশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে। আইএস যোদ্ধারা নিরীহ খ্রিষ্টানদের লক্ষ্যবস্তু করেছে ও নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে, এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি!’

আগেও সতর্ক করেছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি আগেও এই সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছিলাম, যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে… এবং আজ রাতেই তা দিতে হবে।’

নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘আইএস সন্ত্রাসী’দের বিরুদ্ধে মার্কিন এই হামলার পক্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলা তাদের সঙ্গে সমন্বয় করেই চালানো হচ্ছে।

আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড (এএফআরআইসিওএম) এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে’ বিমান হামলা চালানো হয়েছে এবং এতে ‘একাধিক আইএস সন্ত্রাসী’ নিহত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নাইজেরিয়া সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।’ হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, মন হামলা ‘আরও হবে’।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘বোর্ড অব পিস’: কানাডাকে আমন্ত্রণ দিয়েও ফিরিয়ে নিলেন ট্রাম্প

বৈশ্বিক সংঘাত ও দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য নিয়ে গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার জন্য কানাডাকে আমন্ত্রণ পাঠিয়েও প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১১ ঘণ্টা আগে

মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস— জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র

আগামী নির্বাচনে এই জামায়াতকেই যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। বন্ধু হিসেবে তাদের পাশেও পেতে চায়। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশে শরিয়া আইন চালু করবে না। আর যদি যুক্তরাষ্ট্রের কথা না শুনে সেটি করেও, তাহলে শুল্ক আরোপসহ বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

১ দিন আগে

ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ, কারা থাকছে?

এ সময় ট্রাম্প জানিয়েছেন, কারা কারা থাকছে তার এই শান্তি উদ্যোগে। আরও জানিয়েছেন, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ঘিরে এই বোর্ডের কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে তা আরও ব্যাপক আকারে কার্যক্রম পরিচালনা করতে পারে।

১ দিন আগে

গাজায় ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আল জাজিরাকে জানিয়েছেন, বুধবার নিহত তিন ফটো সাংবাদিক একটি গাড়িতে করে যাচ্ছিলেন। তাঁরা ‘মিসরীয় কমিটি ফর গাজা রিলিফের’ হয়ে কাজ করতেন, যা গাজায় মিসরের ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান করে।

২ দিন আগে