top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

ইসরায়েলি হামলায় ২৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় ২৭ ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৯ মাস ধরে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি ফিলিস্তিনি। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

শুক্রবার ভোর থেকে চালানো হামলায় দুইজন ফিলিস্তিনি সাংবাদিকসহ ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের হামলা শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার ১১ জন। অন্যদিকে হামলায় আহত হয়েছেন অন্তত ৮৭ হাজার ৪৪৫ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরাইলি। ওইদিন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।

r1 ad
r1 ad