top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনি

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনি
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন নারী-শিশুসহ আরও ৩২ জন। গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চলে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার গাজার কয়েকটি ভবনে বোমা বর্ষণ করে ইসরাইলি বাহিনী। চারটি পরিবারের ওপর এই গণহত্যা সংঘটিত হয়। হামলায় ৩২ জন নিহত ও আহত হয়েছেন আরও ৯৪ জন।

মন্ত্রণালয় জানায়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এ নিয়ে গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ১৯২ জনে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৭ হাজার ৩৩৮ জন। নিহতদের মধ্যে অন্তত ১৭ হাজার শিশু। অন্যদিকে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮১৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬ হাজার ২৫০ জন।

r1 ad
r1 ad