top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

এবার ভারতশাসিত কাশ্মিরে হামলা পাকিস্তানের

এবার ভারতশাসিত কাশ্মিরে হামলা পাকিস্তানের
জম্মু ও পাঞ্জাবসহ ভারতের বিভিন্ন শহরে বৃহস্পতিবার রাতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে খবর মিলেছে। ছবি: সংগৃহীত

ভারতের অপারেশন সিঁদুরের জবাবে এবার ভারতশাসিত কাশ্মিরে পাকিস্তানের হামলার খবর পাওয়া গেছে। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে জম্মু বিমানবন্দরে। এ ছাড়া চণ্ডীগড়, জম্মুর রাজৌরি ও পাঞ্জাবের পাঠাককোট শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ।

ভারতীয় সেনা সূত্র বলছে, পাকিস্তান থেকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ভারতের বিমান প্রতিরক্ষা ইউনি সেগুলোকে সফলভাবে প্রতিহত করেছে।

বিবিসি, বার্তা সংস্থা এএফপি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে জম্মু ও কাশ্মিরের কিছু অংশে আক্রমণ শুরু করে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর সীমান্তবর্তী এলাকা আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগরেও তীব্র গোলাবর্ষণ চলছে।

সংবাদ সংস্থা সুত্রে বলা হয়েছে, একটি এফ১৬ যুদ্ধ বিমানসহ পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত। একটি যুদ্ধ বিমানের পাইলটকে ভারত গ্রেপ্তার করেছে বলেও দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে পাঞ্জাবের পাঠানকোটও পাকিস্তানের তীব্র গোলাবর্ষণের শিকার হয়েছে। শহরটি একটি কৌশলগত এলাকা এবং জম্মুর প্রবেশপথ হিসেবে কাজ করে।

জম্মু ও কাশ্মিরের সীমান্তবর্তী এলাকাগুলো এখন সম্পূর্ণ ব্ল্যাকআউটের আওতায় রয়েছে। পাঞ্জাবের চণ্ডীগড়, ফিরোজপুর, মোহালি ও গুরুদাসপুর এবং পাকিস্তানের সীমান্তবর্তী আরেকটি রাজ্য রাজস্থানের কিছু অংশেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জম্মু ,পঠানকোট, উধমপুরে পাকিস্তানের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এসব স্থানে কেউ হতাহত হননি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, প্রতিটি হামলার চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে।

জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমান বন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে থাকতে দেখেছেন। ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন। তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

বিবিসির সংবাদদাতা দিব্যা আরিয়া জানিয়েছেন, জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। জম্মু বিমানবন্দর থেকে প্রায় দেড় ঘণ্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সেখানেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর।

সংবাদ সংস্থা এএনআই বলছে, জম্মুতে যে ধরনের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান, সেগুলো ‘লয়েটারিং মিউনিশন’ ধরনের। অর্থাৎ এই ড্রোনগুলোতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্ততে আঘাত করার পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটে যায়।

ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে চন্ডীগড় শহরেও। বিমান হামলার সংকেত দিতে সাইরেন বাজানো হচ্ছে সেখানে। জম্মুর আরেক শহর রাজৌরিতে প্রশাসন ব্ল্যাকআউট করে দিতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে।

হিমাচল প্রদেশের ধর্মশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি চলমান ম্যাচ বন্ধ করে দিয়ে স্টেডিয়াম খালি করে দেওয়া হয়েছে।

রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে।

এদিকে ভারতের সেনাবাহিনীর দাবি, পাকিস্তান ভারতশাসিত কাশ্মিরের উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের এ অভিযোগ নাকচ করে বলেছেন, ভারতশাসিত কাশ্মিরে কোনো হামলার দায় তার দেশের নয়।

ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ওইসব ‘হামলা’র ফলে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

r1 ad
top ad image