top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২৫ হাজার

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২৫ হাজার
ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। রোববার (২১ জানুয়ারি) তিন মাসের অধিক সময় ধরে চলমান ইসরাইল-হামাস সংঘাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর থেকে এ অঞ্চলে ইসরাইলি আগ্রাসনে মোট ২৫ হাজার ১০৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬২ হাজার ৬৮১ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এপি’র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, ইসরাইলি হামলায় যেখানে চিকিৎসকরা পৌঁছাতে পারেন না, সেখানে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনের হতাহতের সংখ্যা উল্লেখ করে আল-কিদরা বলেন, ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৭৮ জনের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুধু তাই না, প্রায় ৩০০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজায় ইসরাইলের আক্রমণের ধরণ বিশ্লেষণ করে জাতিসংঘ বলেছে, ইসরাইল-হামাস যুদ্ধে শিশু ও নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন সবচেয়ে বেশি।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। হাজার হাজার মানুষ জাতিসংঘ-চালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও তাঁবু ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাদের এক-চতুর্থাংশ মানুষ অনাহারে রয়েছেন।

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত সাধারণ মানুষ ও যোদ্ধাদের পার্থক্য করতে না পারলেও কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশ রয়েছেন শিশু ও নারী।

কিন্তু, ইসরাইলি সামরিক বাহিনী বলছে, প্রায় নয় হাজার ফিলিস্তিনি যোদ্ধা হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এদিকে গাজা আক্রমণ শুরুর পর থেকে ১৯৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

r1 ad
r1 ad