top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

স্পেনে বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে প্রবাসীদের ইফতার

স্পেনে বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে প্রবাসীদের ইফতার

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান বিসিটুরিয়া জুলি কোম্পানি লিমিটেডের সত্বাধিকারী ব্যবসায়ী আব্দুস সোবহানের ব্যক্তিগত উদ্যোগে ইফতার, সেহরি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) স্পেনে বাংলাদেশি পরিচালিত বায়তুল মোকাররম মসজিদসহ মাদ্রিদের ৯টি মসজিদে একসঙ্গে প্রায় ১ হাজারের অধিক রোজাদারকে এই ইফতার সেহরি করানো হয়েছে।

বাংলাদেশি পরিচালিত বায়তুল মোকাররম মসজিদে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার এবং ইফতারে আগত রোজাদারদের স্বাগত ও কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিটুরিয়া জুলি কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান।

এ সময় কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমানসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া এ ইফতার মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলার নেতা ছাড়াও আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া, পাকিস্তান, ভারতসহ স্প্যানিশরা অংশ নেন।

r1 ad
r1 ad
top ad image