যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি পুতিন\n
এর আগে গত মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় বলে জানায় ইউক্রেন। যুদ্ধিবিরতি কার্যকরের বিষয়টি এখন রাশিয়ার ওপর নির্ভর করছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিষয়টি নিয়ে নিয়ে মুখ খোলেন পুতিন।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, যুদ্ধবিরতির ধারণাটি সঠিক এবং আমরা এটি সমর্থন করি। তবে কিছু প্রশ্ন রয়েছে, যা আমাদের আলোচনা করতে হবে। যুদ্ধবিরতি এমন হতে হবে যা টেকসই শান্তি প্রতিষ্ঠা করবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের আমেরিকান সহকর্মী ও অংশীদারদের সঙ্গে আলোচনায় বসতে হবে। হয়তো আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলব।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য পুতিনের কথায় বিশ্বাস রাখতে পারছেন না। তিনি বলেন, যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে পুতিনের প্রতিক্রিয়া ‘ছলনামূলক’। দ্রুত শান্তি চুক্তি করতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানান জেলেনস্কি।
এ দিন এক ভাষণে জেলেনস্কি বলেন, পুতিনের ‘পূর্বশর্ত’ যুদ্ধবিরতি চুক্তি হতে দেবে না। তার জন্যই সবকিছুতে বিলম্ব হয়। তিনি প্রায়ই এটি করেন। তিনি কোনো কিছুতে সরাসরি না বলেন না, বরং এমন কিছু করেন যা কেবল দেরি করিয়ে দেয় এবং স্বাভাবিক সিদ্ধান্তগুলোকে অসম্ভব করে তোলে।