top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

আজ রামমন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

আজ রামমন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি
উদ্বোধনের অপেক্ষায় আলোকসজ্জিত রামমন্দির। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন। ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল অযোধ্যায় রামের জন্মভূমি হিসেবে পরিচিত স্থানে রামমন্দির নির্মাণ। এই মন্দির উদ্বোধনের মধ্য দিয়েই মোদি আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

তবে রামমন্দিরের নির্মাণ এখনো পুরোপুরি শেষ হয়নি। চলতি বছরের শেষ নাগাদ মন্দিরটি সম্পূর্ণ হয়ে গেলে দৈনিক গড়ে দেড় লাখ ভক্ত সেখানে দর্শন করতে আসবে বলে ধারণা করা হচ্ছে।

রামমন্দির উদ্বোধন ঘিরে গঙ্গার উপনদী সরযূর তীরে তীর্থযাত্রীদের শহর অযোধ্যায় ব্যাপক উন্নয়নকাজ ও সাজসজ্জা করা হয়েছে। সেখানকার সরকারি কর্মকর্তারা শহরটিকে আখ্যা দিয়েছেন ‘বিশ্বমানের এক নগরী’ হিসেবে।

মন্দিরটি যেখানে তৈরি হয়েছে, সেটা ভারতের সবচেয়ে বিতর্কিত ধর্মীয় স্থানগুলোর অন্যতম। ওখানেই একসময়ে ছিল ষোড়শ শতাব্দীতে তৈরি বাবরি মসজিদ। রাম মন্দির ধ্বংস করে ওই মসজিদ গড়া হয়েছিল, এই দাবি তুলে উন্মত্ত হিন্দু জনতা ১৯৯২ সালে মসজিদটি ভেঙে দিয়েছিল। তারপরে সারা দেশে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা, মারা যান প্রায় দুই হাজার মানুষ।

বহু বছর ধরে হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জমি নিয়ে বিবাদ চলে আসছিল, ভারতের সুপ্রিম কোর্ট ২০১৯ সালে দেওয়া এক রায়ে তার মালিকানা হিন্দুদের দিয়ে দেয়। যদিও সর্বোচ্চ আদালত এটাও স্পষ্ট করে বলেছিল যে মসজিদ ধ্বংস করাটা ছিল ‘আইনের শাসনের জঘন্য লঙ্ঘন।’

মসজিদ বানানোর জন্য মুসলমানদের অযোধ্যাতেই অন্য একটি জমিও দেন আদালত।

r1 ad
r1 ad