top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব রাজনীতি

ফিলিস্তিনিকে বেঁধে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনিকে বেঁধে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনির পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালানোর সময় গুলিবিদ্ধ এক ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনের অংশ সঙ্গে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবিসির কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, এই ঘটনায় সেনারা নিঃসন্দেহে প্রোটোকল লঙ্ঘন করেছে।

এরই মধ্যে নৃশংস এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইডিএফ বলেছে, জেনিনে অভিযান চালানোর সময় ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছিলেন।

গুলিবিদ্ধ ওই ফিলিস্তিনির পরিবারের লোকেরা অভিযোগ করে বলেছে, তারা গুলিবিদ্ধ ব্যক্তিটিকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চেয়েছিল। কিন্তু ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স না দিয়ে তাদের জিপের সঙ্গে আহত ব্যক্তিটিকে বেঁধে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। শেষ পর্যন্ত আহত ব্যক্তিটিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে নেওয়া হয়েছে।

আইডিএফ তাদের বিবৃতিতে বলেছে, গতকাল শনিবার জেনিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়। তখন সন্ত্রাসীরা আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায় এবং সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়। এ সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।

r1 ad
r1 ad