গণ-অভ্যুত্থানের গল্প তুলে ধরলেন ড. ইউনূস\n
এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস।
সেই সঙ্গে নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে এক মঞ্চে ছিলেন ড. ইউনূস।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী ওই দিন বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টা) জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউনূস একই সময়ে নিউইয়র্কে অবস্থান না করায় এবার তাঁদের মধ্যে বৈঠক হয়নি। তবে ড. ইউনূস সেখানে পৌঁছানোর আগেই পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে।
এ ছাড়া নেদারল্যান্ডস ও নেপালের সরকারপ্রধান, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বাংলাদেশ নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে একটি আলোচনার আয়োজন করেছে। ড. ইউনূস এই আলোচনায় যোগ দেবেন।
প্রধান উপদেষ্টা আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন।