top ad image
top ad image
home iconarrow iconফিচার

বিজ্ঞান

কীভাবে পেরিয়ে যাবেন পৃথিবীর মহাকর্ষ বলের আকর্ষণ?

কীভাবে পেরিয়ে যাবেন পৃথিবীর মহাকর্ষ বলের আকর্ষণ?
মহাকর্ষ বল পেরিয়ে যেতে হলে একটা শর্ত পূরণ করতে হয়

ইচ্ছে করলেই কি কেউ মহাকর্ষ ক্ষেত্রের সীমা পেরুনো যায়?

অনেক পুরোনো প্রশ্ন এটা। এখন এ বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার।

চাইলেই মহাকর্ষ ক্ষেত্রের সীমা পেরোনো যায় না।

তবে একটা শর্ত পূরণ করতে পারলে সেটা অসম্ভবও নয়। তার প্রমাণ মহাশূন্যযান আর স্যাটেলাইটগুলো।

অবশ্য এগুলো উৎক্ষপণ করা হয় রকেটের সাহায্যে। আসলে এই রকেটের ভেতরেই রয়েছে মহাকর্ষ ক্ষেত্র ছাড়িয়ে যাওয়ার দাওয়ায়।

কোনো মহাকর্ষ ক্ষেত্র পেরুতে হলে একটা নির্দিষ্ট বেগে ছুটতে হবে। এই বেগকে মুক্তিবেগ বলে। পৃথিবীর মুক্তিবেগের মান সেকেন্ডে ১১.২ কিলোমিটার। রকেট উৎক্ষপণের সময় তার গতিবেগ থাকে সেকেন্ডে ১১.২ কিলোমিটারের বেশি।

r1 ad
r1 ad