সাহিত্য
বার্নার্ড শ’র আরও রসিকতা
জর্জ বার্নার্ড শ সাহিত্যিক হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত ছিলেন। রসিকতাতেও তাঁর জুড়ি মেলা ভার। একবার এক প্রবন্ধে বার্নার্ড শ লিখলেন, ‘বাড়ি হলো বালিকাদের জেলখানা আর নারীদের কারখানা।’
প্রবন্ধে লেখক পাণ্ডিত্য ফলাবেন, সেটাই স্বাভাবিক।
কোনো পাঠক এটা নিয়ে তেমন উচ্চবাচ্য করেন না, কিন্তু এক পাঠক ছিলেন ব্যতিক্রম। তিনি এই প্রবন্ধটা পড়ে বার্নার্ড শকে লিখলেন, ‘তাহলে, একটি বাড়িতে পুরুষের ভূমিকা কী?
বার্নার্ড শও চুপ থাকেননি। তিনি জবাব দিলেন, ‘একই সঙ্গে একজন জেলার আর কারখানার মালিক।’