নেত্রকোনায় ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে\n
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কেন্দুয়ার ওয়াই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে তারা মিয়া ফকির (৬২) বাসাটী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। গত ২১ মার্চ রাতে আর তিনি দোকান থেকে বাড়ি ফেরেননি। অনেক খুজেও তাকে পাওয়া যায়নি। পরে ২২ মার্চ সকালে গড়াডোবা ইউনিয়নের কাটাহুসিয়া এলাকায় সাতারখালী খালে তার মরদেহ পাওয়া যায়।
পরদিন ২৩ মার্চ এ ঘটনায় কেন্দুয়া থানায় হত্যা মামলা হয়। ওসি বলেন, মামলা তদন্তের সময় তারা মিয়াকে হত্যায় জড়িত সন্দেহে শামীম মিয়াকে গত ১১ এপ্রিল ওয়াই গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে আবেদন করলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় আফজাল হোসেনকে। আদালতে উপস্থাপন করলে আফজাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী পরে সজল মিয়া ও রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি জানান, তারা মিয়া হত্যায় গ্রেপ্তার চারজনই মাদক সেবন করতেন। তারা মিয়া তাদের নানা সময় মাদক নিতে নিষেধ করতেন। এর জন্য বকাঝকাও করতেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা মিয়াকে হত্যার পরিকল্পনা করেন ওই চারজন।