১১ দফা দাবিতে রাজশাহীতে পুলিশের বিক্ষোভ

কর্মস্থলে ফেরার আহ্বান অফিসার্স কল্যাণ সমিতির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কর্মস্থলে নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে রাজশাহীতেও বিক্ষোভ মিছিল করেছেন পুলিশের সাধারণ সদস্যরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইন্সে বিক্ষোভ করেন তারা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, রাজশাহী শাখা। আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা।

জানা যায়, ১১ দফা দাবিতে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইন্সে কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন পুলিশের সাধারণ সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভকালে পুলিশ সদস্যরা ‘যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার’, ‘আমার ভাই মরলো কেন, বিসিএস জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

এ সময় পুলিশের কনস্টেবল জীবন ইসলাম বলেন, এখানে আন্দোলনকারীদের সবাই বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ কর্মকর্তা। কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত সবাই আমরা আছি। আমাদের আজকের মূল দাবি হচ্ছে, বর্তমান সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস, তিনিও বাংলাদেশকে ঢেলে সাজাবেন। আমরা চাই, ১১ দফার মাধ্যমে বাংলাদেশ পুলিশও সংস্কার হোক। সে কারণেই আমাদের স্লোগান হয়েছে, ‘যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার’। সাধারণ মানুষেরও প্রত্যাশা পুলিশ হবে জনতার। পুলিশ বর্তমানে যেভাবে চলে এমন থাকলে কখনো জনতার হবে না, সংস্কারও হবে না।

এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের কর্মে ফেরার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহী শাখার সদস্যরা। শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর সদস্য মাহবুবউল কুদ্দুস সিদ্দিকী। তিনি বলেন, বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্র সমাজ ও সংগ্রামী সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এক কুখ্যাত স্বৈরতান্ত্রিক শাসকের পতন ঘটিয়েছে। এই আন্দোলনে শেখ হাসিনা জনগণের রক্ষক পুলিশ বাহিনীকে দলীয়করণের ঘৃণ্য কাজ করেছে। পাশাপাশি অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যও ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। যা চরমভাবে নিন্দনীয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশকে যেন আর দলীয়করণে ব্যবহার করা না হয়। জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক প্রতিটি পুলিশ সদস্য।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর শাখার সভাপতি এজাজ আহম্মেদ খান, সাধারণ সম্পাদক কে এম হাসিবুর রহমার, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

স্থানীয় তুলা ব্যবসায়ী জুলহাস মিয়া দাবি করে বলেন, তুলার গোডাউনে আগুন লাগার ফলে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর মুহূর্তেই গুদামের ভেতরের তুলা দাহ্য হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

গানের আসরে আল্লাহকে ‘কটূক্তি’, বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

২ দিন আগে

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

২ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

২ দিন আগে