
ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে। বাংলাদেশ কেন ভারতে ম্যাচ খেলতে যেতে চায় না, তা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে চিঠিতে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দ্বিতীয় দফায় আইসিসিকে ইমেইল করে চিঠি পাঠানো হয়েছে বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, আগামী শনিবারের (১০ জানুয়ারির) মধ্যে দ্বিতীয় দফায় এ চিঠির জবাব মিলবে বলে বিসিবি আশা করছে।
কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করছে না বিসিবি— চিঠিতে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের পাশাপাশি বিষয়টির পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।
এর আগে একই অনুরোধ জানিয়ে বিসিবি প্রথম চিঠি আইসিসিকে পাঠায় গত রোববার। ওই চিঠি নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির ভার্চুয়াল বৈঠক হয় মঙ্গলবার। ক্রিকইনফো জানিয়েছিল, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন আর ভেন্যু পরিবর্তন সম্ভব না। বাংলাদেশ ভারতে খেলতে না গেলে ম্যাচগুলো ওয়াকওভার দেওয়া হয়েছে ধরে নেওয়া হবে।
এ খবর প্রকাশ হলে বিসিবি অস্বীকার করে। তারা জানায়, আইসিসি সরাসরি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে অপারগতা জানায়নি। পরে বুধবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেন্যু বদল করা কঠিন। ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশ যে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়েছে, সে রকম কিছু হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে আইসিসির জবাবে।
আইসিসির এ জবাব পেয়ে বুধবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন সভাপতি আমিনুল ইসলামসহ বিসিবির কয়েকজন পরিচালক। পরে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ অটল থাকছে।
এরপরই বিসিবির পক্ষ থেকে ফের আরও বিস্তারিতভাবে প্রেক্ষাপট জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়, যা বৃহস্পতিবার পাঠানো হয়েছে।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায়। আচমকা এ সিদ্ধান্ত কতটা ক্রিকেটীয়, তা নিয়ে প্রশ্ন ওঠে।
বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের পরই বিসিবি ভারতের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সেখান থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানায়।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে। বাংলাদেশ কেন ভারতে ম্যাচ খেলতে যেতে চায় না, তা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে চিঠিতে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দ্বিতীয় দফায় আইসিসিকে ইমেইল করে চিঠি পাঠানো হয়েছে বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, আগামী শনিবারের (১০ জানুয়ারির) মধ্যে দ্বিতীয় দফায় এ চিঠির জবাব মিলবে বলে বিসিবি আশা করছে।
কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করছে না বিসিবি— চিঠিতে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের পাশাপাশি বিষয়টির পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।
এর আগে একই অনুরোধ জানিয়ে বিসিবি প্রথম চিঠি আইসিসিকে পাঠায় গত রোববার। ওই চিঠি নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির ভার্চুয়াল বৈঠক হয় মঙ্গলবার। ক্রিকইনফো জানিয়েছিল, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন আর ভেন্যু পরিবর্তন সম্ভব না। বাংলাদেশ ভারতে খেলতে না গেলে ম্যাচগুলো ওয়াকওভার দেওয়া হয়েছে ধরে নেওয়া হবে।
এ খবর প্রকাশ হলে বিসিবি অস্বীকার করে। তারা জানায়, আইসিসি সরাসরি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে অপারগতা জানায়নি। পরে বুধবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেন্যু বদল করা কঠিন। ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশ যে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়েছে, সে রকম কিছু হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে আইসিসির জবাবে।
আইসিসির এ জবাব পেয়ে বুধবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন সভাপতি আমিনুল ইসলামসহ বিসিবির কয়েকজন পরিচালক। পরে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ অটল থাকছে।
এরপরই বিসিবির পক্ষ থেকে ফের আরও বিস্তারিতভাবে প্রেক্ষাপট জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়, যা বৃহস্পতিবার পাঠানো হয়েছে।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায়। আচমকা এ সিদ্ধান্ত কতটা ক্রিকেটীয়, তা নিয়ে প্রশ্ন ওঠে।
বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের পরই বিসিবি ভারতের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সেখান থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানায়।

বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা। কিন্তু টসের পর দুই দলের খেলোয়াড় হাত মেলাননি। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে একে অপরকে এড়িয়ে গেছেন।
১৩ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। জবাব পাওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং প্রতিবেদনের লিংকসহ দ্বিতীয় দফায় আইসিসিকে চিঠি দেন আমিনুল ইসলাম বুলবুলরা। সমস্যা নিরসনে কদিন আগে ভিড
১ দিন আগে
আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার সিক্স থেকে বিদায় নেয় বাংলাদেশ।
১ দিন আগে
বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিপিএলের ঢাকা পর্বের ম্যাচগুলো সরাসরি পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের স্থগিত দুই ম্যাচ হচ্ছে আজ শুক্রবার। শুক্রবারের ম্যাচ দুটি হবে শনিবার। একইভাবে শনিবারের দুটি ম্যাচ রোববার খেলবেন ক্রিকেটাররা।
২ দিন আগে