অনির্দিষ্টকালের জন্য ইরানের সঙ্গে সীমান্তপথ বন্ধ পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তান প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে সব সীমান্ত পারাপার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা।

বেলুচিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গওাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

চাগাই জেলার একটি সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মুনিম বলেন, ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকেরা প্রয়োজন হলে দেশে ফিরতে পারবেন বলেও জানান তিনি।

মুনিম আরও বলেন, ‘আমরা আজকের মধ্যে প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরবেন বলে আশা করছি।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন