স্থানীয় সরকারে অভিন্ন আইন-এক তফসিলে নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সুপারিশ ৫১টি
সুপারিশে গ্রামীণ স্থানীয় সরকারে তিন স্তর— ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং নগর স্থানীয় সরকারে দুই স্তর— পৌরসভা ও সিটি করপোরেশন বহাল রাখার কথা বলা হয়েছে। কমিশন সুপারিশে ইউনিয়ন ও উপজেলায় চেয়ারম্যান না রেখে নির্বাচিত সদস্যদের নিয়ে কাউন্সিল বা পরিষদ গঠনের কথাও বলা হয়েছে।