ক্লুলেস তারা মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪
তারা মিয়া ফকির (৬২) বাসাটী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। গত ২১ মার্চ রাতে আর তিনি দোকান থেকে বাড়ি ফেরেননি। অনেক খুজেও তাকে পাওয়া যায়নি। পরে ২২ মার্চ সকালে গড়াডোবা ইউনিয়নের কাটাহুসিয়া এলাকায় সাতারখালী খালে তার মরদেহ পাওয়া যায়।