স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সংসদ সদস্য রাগিবুল গ্রেপ্তার
বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে : বাহাউদ্দিন নাছিম
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এবং সেটা পুনঃপ্রতিষ্ঠায় সরকার উদাসীন। সাম্প্রদায়িক সম্প্রীতি গভীরভাবে সংকটাপন্ন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অন্যান্য জাতি ও সম্প্রদায়ের মানুষের উপর নির্মম নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে।
৯৫ দিন পর ভারত পালিয়ে যান ওবায়দুল কাদের!
কাদের কীভাবে দেশ ছাড়লেন? তথ্য রয়েছে, এক বিশেষ স্থানে আদর-যত্নে দিন কাটাচ্ছিলেন তিনি। একইসাথে, কীভাবে দেশ ছাড়বেন তার ফন্দি-ফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়কপথে বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে যান কলকাতা।
বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ
এতে আওয়ামী লীগ বলেছে, সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে তারা। ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে দলের পক্ষ থেকে।